৭১বাংলাদেশ প্রতিবেদকঃরাজবাড়ী কে বেদখল মুক্ত করে জাতীয়করণ ভাবে জাদুঘরের আওতায় আনা হোক দাবি এলাকাবাসীর ।এক সময় বেস যাক জমক ও আনন্দময় পরিপূর্ণ ছিল নন্দী সিংহ ও বৃহত্তর ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার কয়রা গ্রামে অবস্থিত এই বৃটিশ আমলের রাজবাড়ী ,, তিনি পেশায় ছিলেন আইনজীবি ।এত বড় জমিদারি ও আইনজীবি থাকা সত্বেও ছিলনা কোন অহংকার। গরীবের প্রতি ছিল অনেক মায়া মমতা,তিনি প্রজাদের প্রতি কোনদিন অন্যায় অত্যাচার করেননি ।আর প্রজাগন তাকে খুব ভালোবাসতো।মুক্তি যুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনীর ভয়ে রাজ্য ছেডে চলে আসেন ময়মনসিংহ শহরে।তারপর সেখান থেকে চলে যান ভারতে।দেশ স্বাধীন হবার পর বেস কয়েক বার দেশে এসেছিলেন। সমস্থ সম্পদ দান করে যান গরীব দের মাঝে। কিন্তুু সেই সম্পদ রাজবাড়ী এখন দখল করে আছে এলাকার কছু প্রভাব শালি মহল।বরং যাদের দান করে গিয়েছিল তারা এখন বঞ্চিত। অযত্ন আর অবহেলায় হারাতে বসেছে নন্দী সিংহ এর রাজবাড়ী। এলাকাবাসী সূত্রে জানাযায় সেই বাড়ীতে সাধারণ জনগনের চলাচল নিষিদ্ধ করেছে এলাকার কছু প্রভাব শালী মহল।এলাকাবাসীরা আরো অভিযোগ করেন রাজবাড়ী তে নিয়মিত মাদকের আড্ডা বসে।ভয়ে সাধারণ জনগন কিছু বলতে পারেনা।তাই এলাকাবাসীর দাবী যথাযথ তদন্ত সাফেখ্যে, ময়মনসিংহ জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছে।যাতে আইনিগত ব্যবস্থা নিয়ে নন্দী সিংহ এই রাজবাড়ী কে বেদখল মুক্ত করে জাতীয়করণ ভাবে জাদুঘরের আওতায় আনা হোক।
Fri 05:0
Discussion about this post