নিউজ ডেস্কঃ-
মিরসরাই উপজেলার ৬ নং ইছাখালি ইউনিয়নের মুহুরী প্রজেক্ট থেকে টেকেরহাট এলাকা পর্যন্ত প্রায় ১৫ কি.মি রাস্তার বেহাল দশা।এই রাস্তা দিয়ে প্রতিদিন অনেক ছাত্র-ছাত্রী যাতায়াত করছে। কয়েকশ গাড়িও যাতায়াত করছে এই রাস্তা দিয়ে এবং ঐ এলাকার কয়েক হাজার মানুষের যাতায়াতের একমাত্র চলাচলের রাস্তা এটি।স্থানীয়রা বলছে ,প্রায় অনেক বছর ধরে এই ভাঙা রাস্তা দিয়ে তাদের চলাফেরা করতে হচ্ছে।কিন্তু স্থানীয় জন প্রতিনিধিদের অভিযোগ করা হলেও তারা কোন কিছুই করতে পারেনি বলে জানান স্থানীয়রা।মাননীয় গনপুর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বার বার আশ্বাষ দিলেও বাস্তবায়নের কোন রুপ রেখা মিলছেনা বলে দাবী স্থানীয়দের।এদিকে ৬নং ইউপি সদস্য নুরুল মোস্তফা জানিয়েছেন ,পানি উন্নয়ন বোর্ডের আওতায় খুব শীঘ্রই এই রাস্তার উন্নয়নের কাজ হবে বলে আশ্বাষ দেন তিনি।