ফয়সালঃ নগরীর বায়েজিদ থানাধীন্স শের্সায় বাংলাবাজার মোড়ে অমানবিক নির্যাতনের শিকার রিদয় । সূত্র জানায় রিদয় মোটর বাইক মেরামত করাতে গ্যারেজে নিয়ে গেলে কিছু বখাটে যুবক তার মোটর বাইক নিয়ে টানা হেচড়া করে বলে অভিযোগ উঠেছে রাত আনুমানিক ৮ টায় গত ২৪-৪-২০১৮ রিদয় নামের এক যুবকরে উপর হামলা করে কয়েক জন বখাটে যুবক ।উক্ত বখাটে যুবকদের সাথে আহত রিদয়ের মোটর বাইক নিয়ে কথা কাটা কাটি ও হাতা হাতি হয় সূত্র জানায় এক পর্যায়ে তারা রিদয়কে এলোপাথাড়ি মারধর করে ও ছুরি দিয়ে আঘাত করে ঘটনার খবর পেয়ে রিদয়ের মা সাথে সাথে বায়েজিদ থানায় মোবাইল করে জানায় ,পুলিশ এসে আহত রিদয়কে উদদার করে এবং তাকে চকবাজার মেডিকেলে নিয়ে যায় রিদয়ের মা জানু বেগম প্রকাশ জানু ।এলাকাবাসি জানান হামলাকারি বখাটে যুবকরা পলাতক রয়েয়ে রবিউল( ১৮)রায়হান (২০)পার্সী(২০) ও সৈরব (২২) আরো জানাগেছে বখাটে যুবকরা কিছু দিন ধরে রিদয়ের পিছু নিয়েছিল ।