৭১ বাংলাদেশ প্রতিনিধিঃনগরীর সড়কের মধ্যে রিকশা-সিএনজি অটোরিকশা দাঁড়িয়ে আছে। এসব ছোট গাড়ির কারণে মোড় পেরোতে পারছে না বাস। সৃষ্টি হচ্ছে যানজট। বাড়ছে জনদুর্ভোগ। নগরীর নিউমার্কেট মোড়ে এমন চিত্র দেখা গেছে। এসব রিকশা ও সিএনজিগুলোর কাছে রীতিমত অসহায় নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা। কিছুক্ষণ পর পর মূল সড়ক থেকে সরানোর চেষ্টা করেও একপ্রকার ব্যর্থ হন এসব ট্রাফিক পুলিশ সদস্যরা। সকাল ১০টা ৬ মিনিটের দিকে ভয় দেখাতে একটি রিকশা কে উল্টিয়ে দিতে দেখা যায় এক পুলিশ সদস্যকে।
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ওই পুলিশ সদস্য ৭১ বাংলাদেশ কে বলেন, সকাল থেকে এভাবে দাঁড়িয়ে আছি। একটা রিকশা তাড়াই তো আরেকটা কোত্থেকে এসে আবার রাস্তার মধ্যে দাঁড়ায়।
সকাল থেকে একই কাজ করতে করতে বিরক্তি থেকেই রিকশা উল্টিয়ে দিয়েছেন বলে জানান এ পুলিশ সদস্য। তিনি বলেন, এসব রিকশাওয়ালা আর সিএনজি অটোরিকশাচালকের কারণে সড়কে জট লেগে থাকে বেশি। এবং সরজমিনে এমন চিত্র আরো দেখা গেছে নগরীর দেওয়ান হাট,আগ্রাবাদ ,চোমুনি ,কদমতলি সহ কয়েকটি এলাকায় , রিকশা-সিএনজি অটোরিকশা দাঁড়িয়ে আছে অসহায় হয়ে পডেছে ট্রাফিক পুলিশ সদস্যরা ।
Discussion about this post