বিশেষ প্রতিনিধিঃমুক্তিযোদ্ধাদের জন্য আলাদা করে কবরস্থান করা হবে। যাতে করে দেখেই লোকজন বুঝতে পারে এটা মুক্তিযোদ্ধাদের কবর। পাশাপাশি চিকিৎসা সুবিধা বৃদ্ধি করে স্বাস্থ্যঝুঁকি কমানো হবে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা ও স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি সুবিদ আলী ভুঁইয়া প্রমুক ।