বিশেষ প্রতিবেদকঃশহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে ১৪ই ডিসেম্বর বিকাল ৫ টায় চট্টগ্রাম শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পন করা হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র অধ্যাপিকা রেখা আলম চৌধুরী, চসিক এর সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, নগর যুবলীগ নেতা সুমন দেবনাথ প্রমুখ।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় তাঁরা বলেন, ১৯৭১ সালের এই দিনে তৎকালীন পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী পরাজয় নিশ্চিত জেনে বাঙ্গালি জাতীর মেরুদন্ড ভেঙ্গে দিতে নির্বিকারে হত্যা করে দেশের শত শত বুদ্ধিজীবিকে।