৭১বাংলাদেশ প্রতিবেদক ঃ একুশের প্রথম প্রহরে সারাদেশে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এ উপলক্ষে দেশের প্রতিটি শহীদ মিনারে ঢল নামে সাধারণ মানুষের। চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে পুলিশের সশস্ত্র মহড়ার মধ্য দিয়ে শুরু হয় একুশের প্রথম প্রহর। প্রথমেই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। রাজশাহী রাজশাহী কলেজ শহীদ মিনারে খালি পায়ে সারিবদ্ধভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা। এছাড়া, শহরের ভুবন মোহন পার্ক শহীদ মিনারেও ভাষা শহীদদের অবদানের কথা স্মরণ করে শ্রদ্ধা জানানো হয়। ময়মনসিংহ কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ময়মনসিংহ টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। সিলেট সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। অন্যান্য এছাড়া রাত ১২টা ১ মিনিটে বরিশাল, ফেনী ও খুলনাসহ দেশের প্রতিটি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।
Discussion about this post