কবি-তাজ উদ্দীন কবিতা-জেল হত্যা দিবস:৩রা নভেম্বর ওরা চায়না জ্ঞানী-গুনী দেশে বুদ্ধিজীবী। ৩রা নভেম্বর ওরা চায়না মাতৃভাষা,জন্মভূমি,স্বাধীন মানচিত্র। ৩রা নভেম্বর ওরা চায়না নির্যাতিত,নিপিড়ীত মানুষের ন্যায্য দাবী,বাঙ্গালীর স্বাধীন অধিকার। ৩রা নভেম্বর ষড়যন্ত্র,হত্যাকারী হায়েনা রাজাকার দস্যু ভালোবাসেনা কখনো জয় বাংলা জয় বঙ্গবন্ধু সফল নেতা বাংলাদেশের স্থপতিকে। ৩রা নভেম্বর অশ্রু চোখে দেখিয়েছো সন্ত্রাস,সন্ত্রাস ধ্বংস,বিচার শুরু হবে স্বাধীন বাংলাদেশে। তাজ উদ্দীন আহমেদ,সৈয়দ নজরুল ইসলাম এম মুনসুর আলী,এ এইচ এম কামরুজ্জামান শহীদের রক্তের দাগ শুকাইনি বাঙ্গালীর হৃদয়ে। ৩রা নভেম্বর অনুশাসান,ধৈর্য,শক্তি জেল হত্যা দিবস জাতীয় চার নেতা বুদ্ধিবীজী বিশ্বে বাংলাদেশ চিরস্মরনীয়।