৭১ বাংলাদেশ প্রতিবেদকঃ শুক্রবার চট্রগ্রাম-০২ ফটিকছড়ি নির্বাচনী এলাকায় প্রচারণাকালে ইসলামী ফ্রন্ট থেকে মোমবাতি প্রতীকে মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী শাহাজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভান্ডারী (মাঃজিঃআঃ) নির্বাচনী প্রচরণার অংশ হিসেবে তিনি তাঁর নেতা-কর্মী ও সামর্থকদের নিয়ে ফটিকছড়ি বিবিরহাট, সুয়াবিল ও নানুপুরের বিভিন্ন জায়গায় গনসংযোগ প্রচার প্রচারণাকালে মোমবাতি মার্কায় ভোট চেয়েছেন। ফটিকছড়ি নির্বাচনী এলাকায় প্রচারণাকালে শাহাজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী বুদ্ধ ধর্মালম্বিদের সাথে দেখা করেন এবং বিএনপি মনোনিত প্রার্থী কর্ণেল আজিমুল্লাহ বাহারের নির্বাচনী গনসংযোগ কালে হঠাৎ সাক্ষাত হয়। সাক্ষাতকালে দুই প্রার্থী একে অপরের সাথে কুশলবিনিময় করেন। এসময় শাহাজাদা সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভান্ডারী (মাঃজিঃআঃ) বলেন এলাকার উন্নয়ন ও এলাকাবাসীর সেবা করার জন্য মোমবাতি মার্কায় ভোট চেয়েছেন। অসাম্প্রদায়িক চেতনায় কার্যক্রম সবারই জানা। আন্তর্জাতিক আন্তঃধর্মীয় সিম্পোজিয়ামের উপদেষ্টা হয়ে দায়িত্ব পালন করছি। সর্ব ধর্মেই আমার গ্রহন যোগ্যতা ব্যাপক। নির্বাচনের অংশ হিসাবে বুদ্ধ ধর্মালম্বিদের মোমবাতিতে ভোট দেয়ার আহবান জানানো হয়। উন্নয়নের শপথ নিন, মোমবাতিতে ভোট দিন। ৩০ তারিখ সারাদিন, মোমবাতিতে ভোট দিন। গণসমাবেশে উপস্থিত ছিলেন শহিদুল আলম আল হাদী, আলমগীর খান, দিদারুল আলম, হাফেজ মোহাম্মদ কবির হোসেন, মোহাম্মদ ওসমান, গাজী সালাউদ্দিনসহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ছাত্রসেনা মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ।