জনতার কলাম-সিরাজুল ইসলামঃনগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ান হাট ট্রাফিক ক্রসিং থেকে ২০ গজ পূর্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে দেওয়ান হাটস্থ আকবর শাহ মাজারের সামনের সড়কে পুরাতন কালভাট ভেঙ্গে পূণঃনির্মাণের কাজ শুরু করেছেন।
ডি. টি রোড, কদমতলী, ধনিয়ালাপাড়া, পোস্তারপাড়, দেওয়ান হাট ও সুপারীওয়ালাপাড়া এলাকার জনসাধারণ আগ্রাবাদ শেখ মুজিব রোডে যাতায়াতের একমাত্র ব্যস্ততম এ সড়ক।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন দীর্ঘ ৩ মাস কালভাটটি ভেঙ্গে সড়কের উন্নয়ন কাজ অবহেলায় ফেলে রাখেন।
জন গুরুত্বপূর্ণ এসড়কে ব্যবসায়ী, জনসাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। মুসল্লী, শিক্ষার্থী, জনসাধারণ পবিত্র রমজান মাসেও চরমভোগান্তি থেকে পরিত্রাণ পাননি।
এবিষয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন। মামলা, হামলার ভয়ে কেউ মুখ খুলতে নারাজ বলে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ীরা জানিয়েছেন।
তারা স্থানীয় জনপ্রতিনিধির কাছে বারংবার তাগাদা দিলেও তিনি তাদেরকে বিভিন্নভাবে আশ্বস্থ করেন বলে জানা গেছে।
আমি এসংক্রান্ত অনেক ফেইস বুক বাসিন্দাদের সাথে আলাপ করেছি তারাও প্রতিবাদ জানাতে নারাজ।
এখন সচেতন জনসাধারণের প্রশ্ন; বিচারের বাণী কি নির্জনে কাঁদতে থাকবে? নাকি চসিক দ্রুত নির্মাণ কাজ শেষ করে দৃষ্টান্ত স্থাপন করবেন।
জনসাধারণ মাননীয় মেয়র মহোদয়ের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।(জনতার কলাম-সিরাজুল ইসলাম)
Discussion about this post