জনতার কলামঃ শীতের সকালে চায়ের আড্ডায় বাংলার চার বীর মুক্তিযোদ্ধা, বাংলার দামাল ছেলে ৭১ রনাঙ্গনে রঞ্জিত মুক্তিযুদ্ধে অংশ নেয়া বীর সন্তান জনাব মোহাম্মদ আবু সাঈদ খান জনাব মোহাম্মদ আঃ রব বিশ্বাস জনাব মোহাম্মদ ডাঃ মোস্তফা কামাল জনাব মোহাম্মদ আনিছুর রহমান অনেক দিন পর আবার একসাথে মিলিত এক চায়ের আড্ডায়, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আজকের এই স্বাধীনতা আজ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি আজকের প্রজন্ম যাদের কাছে চিরঋণী। হে বীর মুক্তিসেনা তোমারদের কে সালাম ।