সিলেট প্রতিবেদকঃদুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মকসুদ হোসেন বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শপথ হোক শীর্ষ দুর্নীতিবাজদের শায়েস্তা করতে হলে ফাঁসির আইনের বিকল্প নেই।
এই মানুষরূপী জানোয়াদের কারণে বাংলাদেশ কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত। এবারের ২৬ শে মার্চকে স্বার্থ করতে হলে রাজপথে এখন দুর্নীতি বিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে। আওয়াজ তোলতে হবে ছোট লোকের দুর্নীতি পাপ, বড় লোকের দুর্নীতি মাফ। দেশবাসী মানেনা। উন্নয়ন ও দুর্নীতি এক সাথে চলতে পারে না। এবারের সংগ্রাম হোক শীর্ষ দুর্নীতিবাজদের শায়েস্তা করার সংগ্রাম। মোটকথা শীর্ষ দুর্নীতিবাজদের ফাঁসির বিধানের লক্ষ্যে দেশবাসী জাতীয় ঐক্য চায়।
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সংগঠনের দাবীনামা সম্বলিত প্রচারপত্র বিলি ও আগামী ২৬ মার্চে অত্র সংগঠনের উদ্যোগে কোর্ট পয়েন্টে বিকাল ৩টার গণআলোচনা সভাকে সফল করে তোলার লক্ষ্যে জিন্দাবাজারে মুক্তিযোদ্ধা গলিতে ২৩ মার্চ সন্ধ্যায় গণসংযোগকালে মকসুদ হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইসমত ইবনে ইসহাক সানজিদ, সিনিয়র সহ সভাপতি ইমাম হোসেন, আমীন তাহমিদ, সাংগঠনিক সম্পাদক রিখন তালুকদার রিখন, অর্থ সম্পাদক রতন তালুকদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, দেবেন্দ্র রায়, মোঃ জবা মিয়া সাজু প্রমুখ।