৭১ বাংলাদেশ ডেস্কঃবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ২০
দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবে বিএনপি।
শনিবার সন্ধ্যা ৭টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হব। জোটের শরিকদল বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া বিবার্তাকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৈঠকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন নিয়ে নতুন কৌশল ঠিক করা হতে পারে।
অপরদিকে একই দিন যৌথসভা ডেকেছে বিএনপি। সকাল ১০টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা হবে।
যৌথসভায় দলের ৭৮ সাংগঠনিক জেলায় সফর ও আগামী ২৬ মার্চ উপলক্ষে বিএনপির কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
Discussion about this post