৭১ বাংলাদেশ প্রতিবেদকঃ নারীরা আজ পিছিয়ে পড়া কোন জনগোষ্ঠী কিংবা গৃহবন্দী বস্তু নয়। নারীরা আজ ঘরে বাইরে পুরুষের সাথে তাল মিলিয়ে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলেছে। এক সময় নারীরা অবজ্ঞা ও অবহেলার পাত্র ছিল। এখন আর সেই দিন নেই এখন ডিজিটাল বাংলাদেশ। নারীরা আজ তাদের মেধা ও যোগ্যতাই পুরুষের সাথে সমান তালে এগিয়ে চলেছে। বাংলাদেশ নারীদের এই অগ্রযাত্রায় প্রধান ভূমিকা রেখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক দৃঢ়তা ও সাহসিকতা। তাই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল। ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল এর উদ্যোগে আয়োজিত ‘নারীর ক্ষমতায়ন ও অগ্রযাত্রা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ডঃ অনুপম সেন উপরোক্ত কথাগুলো বলেন। জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উদযাপন উপলক্ষে ‘নারীর ক্ষমতায়ন ও অগ্রযাত্রায় প্রধানমন্ত্রীর ভূমিকা শীর্ষক আলোচনা সভা বুধবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় নগরীর মোমিন রোডস্থ প্রিয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ অনুপম সেন। প্রধান অতিথির বক্তব্যে ডঃ অনুপম সেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীরা আজ দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে সাহসিকতার সাথে ভূমিকা রাখছে। তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে নারীরা আজ বিশ্ব জয়ী এবং কালোত্তীর্ণ। নারীরা এখন স্বমহিমা ও সগৌরবে উদ্ভাসিত। সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চেমন আরা তৈয়ব। চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ, চট্টগ্রাম নাগরিক অধিকার সংগ্রাম পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কবি জাহাঙ্গীর আলম চৌধুরী, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের জিএম এম.এ.সবুর, চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক জাহানারা সাবের, মুশতারী মোর্শেদ স্মৃতি, জুলেখা বেগম পাপিয়া, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সাবরিনা চৌধুরী। সংগঠনের সদস্য রাজীব চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মোঃ জামাল উদ্দিন, লায়ন সাইফুল ইসলাম মজুমদার, হাজী মোহাম্মদ সেলিম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এস এম লিয়াকত হোসেন, অর্থ সম্পাদক লায়ন এম এ নেওয়াজ, সহ অর্থ সম্পাদক আনন্দ বোধি ভিক্ষু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কুতুব উদ্দিন রাজু, প্রচার সম্পাদক সৈয়দা শাহানারা বেগম, সাহিত্য সম্পাদক প্রকৌশলী সঞ্চয় কুমার দাস, বিজ্ঞান বিষয়ক সম্পাদক প্রকৌশলী টি কে সিকদার, শিক্ষা সম্পাদক অধ্যক্ষ রতন দাস গুপ্ত, ছাত্রকল্যাণ সম্পাদক অধ্যাপক সুমন দত্ত,সদস্য সি আর বিধান বড়ুয়া, শেখ আবদুল্লাহ শেকাব, বিজয়’৭১এর সাধারণ সম্পাদক লায়ন ডাক্তার আর কে রুবেল, চট্টগ্রাম সাহিত্য পাঠ চক্র সাধারন সম্পাদক কবি আসিফ ইকবাল, চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের সদস্য শামিমা আফরিন মুক্তি, স্বেচ্ছাসেবক লীগ নেতা সালাউদ্দিন লিটন, মহানগর ছাত্রলীগ সদস্য বোরহানউদ্দিন গিফারী, মহিউদ্দিন ইমন, কবি জান্নাতুল ফেরদৌস সোনিয়া, কবি শবনম ফেরদৌসী, আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দি, যিশু সেন, নোমান বিন খুরশিদ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ডঃ অনুপম সেন অতিথিদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের ৫ দিনব্যাপী আয়োজিত কর্মসূচি কেক কাটার মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন।