কবি-তাজ উদ্দীন, কবিতা-অন্তর্যামী কে কি পূজায় ভক্ত, গুরু তা সে বিধাতায় ভালো জানে। আমি অধম,মূর্খ মানব তোমাকে কি ভাবে ভালোবাসি। জন্ম,মৃত্যু যার হাতে দেখি সেই তো ভালোবাসে সৌন্দর্যময় পৃথিবী। তামাসা,বাহানা,পাপাচারে লিপ্ত লোভী থাকবেনা শক্তি, সাম্রাজ্য ক্ষমতার অধিপতি। তুমিও পথিক আমিও পথিক, হারানো ভুলে যাওয়া পথের দিশারী। চলনা স্মরণে স্মরণে ডাকি তাহাকে, শেষ বিচার দিবসে যিনি অন্তর্যামী। ( বেগুনগ্রাম,কালাই জয়পুরহাট)