ফটিকছড়ির উত্তারঞ্চলে কয়েকটি প্রকল্প ফলক উন্মোচনে মোটর শোভাযাত্রা সহকারে যাওয়ার পথ পরিবর্তন করে বিকল্প পথে যাত্রা করেন ফটিকছড়ি সাংসদ। কারণ হিসেবে জানা যায়, ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা উপজেলা সদর চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে অবস্থানের খবরে সাংসদ নির্দিষ্ট পথে না গিয়ে বিকল্প পথে যাত্রা করেন। জানা যায় উত্তরাঞ্চলের দাঁতমারা ইউনিয়নের হেয়াকোতে উন্নয়ন প্রকল্পের নামফলক উন্মোচন অনুষ্ঠানে সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর নেতৃত্বে ফটিকছড়ি আওয়ামী পরিবারের নেতাকর্মীদের নিয়ে ফটিকছড়ি বিবিরহাট হয়ে যাওয়ার কথা ছিল। উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা নাজিরহাট কুম্ভারপাড়া, ফটিকছড়ি সদর ও ফেলাগাজীর দীঘির মোড়ে অবস্থান করে।এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জলকমান নিয়ে ঘটনাস্থলে অবস্থান নেয়। ফলে মোটর শোভাযাত্রাটি বিকল্প সড়ক নাজিরহাট-সুয়াবিল-কাজীরহাট হয়ে হেয়াকোর উদ্দেশ্যে রওনা দেয়। এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী বলেন, প্রধানমন্ত্রীর নামফলক উন্মোচন করা হবে, অথচ উপজেলা আওয়ামীলীগকে জানানো হয়নি। জনবিচ্ছিন্ন নেতারা মোটর শোভাযাত্রার নামে ফটিকছড়ির রাজনীতিতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে অপচেষ্টা চালাচ্ছে। এ প্রসঙ্গে সাংসদ আলহাজ্ব নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেন,আমার সাদা পাঞ্জাবীতে তারা কাদা লাগাতে চায় ,আমি তা হতে দেবনা।আমি সংঘাত চাইনা। তাদের রাস্তায় বসে থাকার ইচ্ছে হল তারা বসে থাকুক। আওয়ামীলীগের সকল নেতাকর্মী আমার প্রয়োজন। আমার এ কর্মসূচীর প্রধানমন্ত্রী অবগত আছেন।