কবিতা,মোহাম্মদ মুসাঃ রূপসী বাংলার ছায়া ঘেরা মাঠ ঐ নিবির কুলে!! কুলে নতুন ঝকের তরুণীর দ্বার দরজাটি খুলে খুলে। গাইলো সকলে রূপসীর বাংলা শিল্প বাড়ির গান, কবিতার সুরে মিশিয়ে মাধুরী মননের আন চান। সবুজের সাথে নীলের খেলায় গোধূলি বিকেল তায়, একঝাঁক নবীন কবি নতুনের পানে শ্রেষ্ঠ বিকেল টায়। আমার সোনার বাংলা সুরে গায় নিজ নিজ কথা মালা, বলতে বলতে কুড়াল বিকেল শ্রেষ্ঠ বিকেল বই। নদী বয়ে যায় দিগের ছায়ায় সাগরের উতলায় আকাশের ডানা মেঘের কানায় পাহাড়ের ঐ চুড়োয়। বাংলা ইতিকথা ইতিহাস যথা লিখেই তার ফুরোয়, রসে ভরা রসে আকাশে বাতাসে ঋতুর পরশে দাশে লিখছেন কবি তরুণ ভঙ্গের হেসে মুখে অভিলাষে।
Discussion about this post