টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গোপালপুর সমবায় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সর্বমোট ৯ ভোটের মধ্যে ৬ ভোট পেয়ে সমাজ সেবক মো. সিকিম আলী সভাপতি নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদন্দী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো.শহীদুল ইসলাম ৩ ভোট পেয়েছেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নব নির্বাচিত সভাপতি মো.সিকিম আলী বর্তমানে অবসর জীবন যাপন করছেন এবং এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।
ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়া তিনি অত্র প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।