৭১ বাংলাদেশ ডেস্কঃনুঙ্গি পার বাংলা গার্ডেন স্টেশন রোড, বাটানগর এর বাসিন্দা পার্থ ঘোষ এবং তার স্ত্রী পূর্ণিমা ঘোষ মিলে পার্থ ঘোষের মা
শ্রীমতি শিখা ঘোষ এর উপর প্রতিদিন নির্মম অত্যাচার চালিয়ে যাচ্ছে শুধুমাত্র সম্পত্তির লোভে এবং হিংসা লালসায়।
জানাগেছে তাদের অত্যাচারের সীমা বেড়িই চলছে ,মাকে এক কাপ চা ও করে দেয় না, খেতেও দেয় না । এমনকি প্রতিদিন সকাল নাগাত পার্থ ঘোষ এবং তার স্ত্রী পূর্ণিমা ঘোষ মিলে তার মা ৬৫ বছর বয়স্ক শ্রীমতি শিখা ঘোষ কে মারধর করে।
৬৫ বছর বয়স্ক এই মহিলার,ছেলে এবং ছেলের বউ এর নির্মম অত্যাচার সহ্য করেছে এতদিন ধরে, কিন্তু আজ সেটা এলাকাবাসির নজরে আসে। সূত্র জানায়
পার্থ ঘোষ তার মাকে ঘুসি মারে চড় মারে এবং মাকে বিছানার উপর শুয়ে বুকে পা তুলে দেয় এই অবস্থায় পাড়ার লোকেরা শিখা ঘোষ কে উদ্ধার করে,পাড়ার প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ।
প্রতিবেশীরা জানান ছেলে এবং ছেলের বউ বয়স্ক মায়ের উপর প্রত্যেকদিন অত্যাচার করে শুধুমাত্র সম্পত্তির লোভে।
কোলকাতা থেকে আমাদের সংবাদদাতা তাজু মিয়াজি ।

Discussion about this post