দেবিদ্বার প্রতিনিধিঃকুমিল্লা দেবিদ্বারে বুধবার দুপুরে উপজেলার পৌরসভাস্থ বানিয়াপাড়া ফুলগাছতলা নামক স্থানে ভূঁইয়া কমিউনিটি সেন্টার এর ভিতর থেকে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার লিমিটেড নামক প্রতিষ্ঠানে স্বাস্থ্য সহকারী পদে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একদল প্রতারনাচক্র প্রায় ১৮০ জনের নিকট থেকে জন প্রতি ১৮০০ টাকা করে আত্মসাৎ করেন।
পুলিশ জানতে পেরে আত্মসাৎকারী সঙ্গবদ্ধ প্রতারক চক্রের ০৫ (পাঁচ) সদস্যকে গ্রেপ্তার করেন দেবিদ্বার থানা পুলিশ।
ওই প্রলোভনকারী প্রতারককারী
১।মোঃ সেলিম শেখ প্রকাশ সেলিম রেজা(৩৫),পিতা-মোঃ মন্নু শেখ,সাং- বারই পাড়া,পোষ্ট-নলদী,থানা- লোহাগাড়া,জেলা- নড়াইল,২।সবুজ দাস গুপ্ত(৩৮) পিতা- রতন দাস, মাতা- রতনা দাস,সাং- উত্তর চেচরী, থানা- কাঠালিয়া,জেলা- ঝালকাঠি, ৩।মোঃ বদিউল আলম(৪০),পিতা- মৃত মফিজুল ইসলাম, ৪।মোঃ মাহাবুব আলম ভূঁইয়া(৫৭),পিতা-মৃত মফিজুল ইসলাম ভূঁইয়া, উভয় সাং- রামপুর, ৫।মোঃ রবিউল্লাহ(৬০), পিতা- মৃত হাবিব উল্লাহ, সাং- শোভারামপুর, সর্ব থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা।
পরবর্তীতে ওই প্রতারক চক্রের ভূক্তভোগী মোসাঃ নাছরিন আক্তার(২৩) পিতাঃ ফরিদ উদ্দীন গ্রামঃ কিংবাজিহুরা পোঃ হরিনধরা উপজেলা বুড়িচং, জেলাঃ কুমিল্লা বাদী হয়ে মামলা দায়ের করেন মামলা নং-(০৭)
ওই ভুক্তভোগী চাকুরি প্রার্থী থানায় আসামীদের বিরুদ্ধে অভিযোগ দিলে উক্ত অভিযোগের প্রেক্ষিতে দেবিদ্বার থানায় নিয়মিত মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।