এস এম মনিরুজ্জামান,বাগেরহাটঃসাংবাদিক মনিরুজ্জামানের দাম্পত্য জীবনে দীর্ঘ তের বছর পর মহান আল্লাহ তাআলা তাহাদের ঘর আলো করে একটি বাবু দিয়েছেন, যার নাম রাখা হয়েছে মাসরুর (অর্থ আনন্দিত পুরুষ) গত .২৯/১১/২০১৮… তারিখে বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনিটের সময় ফকিরহাট আহম্মাদিয়া ক্লিনিকে সাংবাদিক মনিরুজ্জামানের স্ত্রীর (মুক্তা) মাধ্যমে বাবু ( ছেলে)জন্ম হয়েছে। বর্তমানে বাবু ও মা উভয়ে সুস্থ্য আছে।সাংবাদিক মনিরুজ্জামান ও বেগম মনিরুজ্জামান সকলের নিকট বাবুর জন্য দোয়া ও আশির্বাদ চেয়েছেন । সাংবাদিক মনিরুজ্জামানের দাম্পত্য জীবনে দীর্ঘ তের বছর পর ঘর আলোকিত হয়েছে ।