চট্টগ্রামে রেলওয়ের অস্থায়ী নৈশ প্রহরীকে মারধর করার কারণ জানতে চাইলে মনির নামে এক বখাটে সন্ত্রাসীর হাতে হামলার শিকার হয়েছে দৈনিক লাখোকন্ঠ পত্রিকার সাংবাদিক শাকিল । গত ২৯ জুলাই রাত অনুমান ১০ঃ ৩০ ঘটিকার সময় নগরের খুলশী থানাধীন টাইগার পাস এলাকায় এ ঘটনা ঘটে।
নৈশ প্রহরী সুকুমার দে জানান, মনির তাকে পান সুপারি জর্দার জন্য দোকানে পাঠালে ভুল ক্রমে পান খাওয়ার কোন একটা উপাদান কম হওয়াতে মনির তার উপর চড়াও হয়। পরে এক পর্যায়ে সুকুমারকে মারধর করে মদখোর মনির।
এদিকে সাংবাদিক শাকিল জানান, সুকুমারকে প্রহারের কারণে জানতে চাওয়ায় হামলার শিকার হয়েছেন তিনি।
পুনরায় মারধরের ভয়ে রেলওয়ের অফিসের ভিতরে যেতে ভয় পাচ্ছিলেন সুকুমার। তাকে সান্ত্বনা দিয়ে রেলওয়ে অফিসের ভিতরে গিয়ে অসুস্থ বয়স্ক লোকটাকে যাতে না মারে এইজন্য মনিরকে বারংবার অনুরোধ করা হয়।
সূত্র জানায় মদখোর মনির ক্ষিপ্ত হয়ে চোখ মুখ রাঙ্গিয়ে মারমুখী আচরণসহ অকথ্য ভাষায় সাংবাদিকদের উদ্দেশ্যে গালিগালাজ করতে থাকে।
বিনয়ের সাথে মনিরকে পুনরায় বোঝাতে চেষ্টা করলে সাংবাদিক শাকিলকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। উঠে দাঁড়াতেই বাম হাতের আঙুলে কামড় দিয়ে ঘড়ি টেনে ছিড়ে ফেলে দেয় মনির। পুনরায় তাকে গায়ে হাত না দেয়ার জন্য অনুরোধ করা হলেও তাকে এলোপাতাড়ি মারধর করে তার হাতে থাকা মোবাইল এবং ব্যাগে থাকা অফিসিয়াল ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে মদখোর মনির।
এসময় সাংবাদিকের চিৎকারে আসে পাশের মানুষ এগিয়ে এলে মনির সেখান থেকে পালিয়ে যায়। পরে খুলশী থানায় অবগত করা হলে রবিবার বিকালে পুলিশের উপ-পরিদর্শক মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে টাইগার পাস এলাকা হতে মনিরকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ।
মনির কে গ্রেফতার করায় খুলশী থানা কে আন্তরিক ধন্যবাদ জানান সাংবাদিক শাকিল
এ দিকে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
Discussion about this post