সাংবাদিকের উপর হামলায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের তীব্র প্রতিবাদ প্রকাশ করেছেন কেন্দ্রিয় কমিটির সকল সাংবাদিক বৃন্দ ।
বিশেষ প্রতিনিধি: সাংবাদিক লায়ন এইচ এম ওসমান সরওয়ারের ওপর সন্ত্রাসী হামলা করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ২৭ জুন সকাল ১০ টায় চকরিয়া থানার বরইতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা সাংবাদিক লায়ন ওসমান সরোয়ারের কেয়ার টেকার আবু তাহের বাগানে কাজ করার সময় একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী বেলাল উদ্দীন প্রকাশ মোল্লা প্রকাশ বেলাল এবং তার পুত্র তোহা প্রকাশ গাছ তোহা কেয়ার টেকারআবু তাহেরকে মারধর করে। এ খবর শুনে সাংবাদিক ওসমান সরোয়ার দৌড়ে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসী বেলাল ও তার পুত্র তোহা রামদা নিয়ে হত্যার উদ্দেশ্যে ওসমানকে ধাওয়া করে।প্রাণ রক্ষার্থে সাংবাদিক ওসমান সরোয়ার দৌড়ে জনৈক মনছুর আলমের ঘরে আশ্রয় নেন।
প্রতেক্ষদর্শী নেজাম উদ্দিন ও মনোয়ারা বেগম জানান, সাংবাদিক ওসমান সরওয়ারকে রামদা নিয়ে সন্ত্রাসী বেলাল ও তার পুত্র ধাওয়া করেছেন।
এলাকাবাসী জানান, সন্ত্রাসী বেলাল উদ্দীন এবং তার পুত্র তোহা দীর্ঘদিন এলাকার সাধারণ মানুষের উপর নির্যাতন নিপীড়ন করে আসছে।
এছাড়াও সন্ত্রাসী বেলাল উদ্দীন এবং তার পুত্রের বিরুদ্ধে বন বিভাগে ২ টি এবং মারামারির অভিযোগে ১ টি মামলা রয়েছে বলে জানা যায়।
উক্ত ঘটনায় চকরিয়া থানায় অভিযোগ করা হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ অভিযোগের কথা স্বীকার করে বলেন, আইন অনুযায়ী সকল ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করেন ।