হাসান মুরাদ: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের তুলাতলি এলাকায় আপন স্ত্রীর হাতে মো:রিদুয়ান(৬৫) নামের এক ব্যাক্তি খুন হওয়ার খবর পাওয়া গেছে।
০৯জুলাই সোমবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চরতি ইউনিয়নের তুলাতল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।
সুত্র জানায়, সাতকানিয়া থানার অন্তর্গত চরতী ইউনিয়নের তুলাতুলি গ্রামের বাসিন্দা মোঃ রিদুয়ান (৬৫) স্ত্রী ও ছেলের হাতে খুন হয়। ০৯জুলাই সোমবার দিবাগত রাত ৯টার সময় নিজের দোকান থেকে প্রতিদিনের ন্যায় বাড়িতে ফিরে আসে। ১১ টার মধ্যকার সময়ে উনার বাড়ি থেকে কান্নার শব্দ শুনে এলাকা বাসি। কান্নার শব্দ শুনে তাদের বাড়ির পার্শ্ববর্তী লোকজন তার বাড়িতে ছুঠে যায়।
এলাকাবাসী কান্নার কারণ জানতে যাইলে তার পরিবারের সদস্যের কাছ থেকে জানা যায় হার্ট এট্যাকের কারণে মারা গেছে। এ সংবাদ শুনে এলাকাবাসীরা শোকাহত হয়ে ওনার দাপন-কাপনের জন্য গোসলের ব্যবস্থা করতে গেলে তারা অন্যকিছু ইংগিত পায়।
তখন স্থানীয় লোকজন উক্ত ইউনিয়ন চেয়ারম্যানকে সংবাদটি জানায়। তৎখনাত খবর পেয়ে চেয়ারম্যান ডাঃ রেজাউল করিম ঘটনাস্তলে পৌছায়। উনার পরিদর্শনে জানা যায় লাশের তলপেটে চুরিকাঘাত। তখন উনি রিদুয়ানের পরিবারের সকল সদস্যকে ঘরবন্ধী করে রাখে। এবং সাথে সাথে পুলিশকে খবর দেয়। কিছুক্ষন পর পুলিশ এসে ঘটনা তদন্ত করে জানতে পারে রিদুয়ান জগন্যভাবে খুন হয়েছে। তখন পুলিশ রিদুয়ানের পরিবারের সদস্যকে গ্রেফতার করে থানা নিয়ে যায়।
এবং পরে পুলিশের কাছ থেকে জানা যায় রিদুয়ানের স্ত্রী ও উনার ছোট ছেলে ইমেল (১৪) হল তার প্রকৃত খুনি। আসামিদের সাক্ষ প্রমাণের ভিত্তিতে এটা জানা যায়।
এব্যাপারে সাতকানিয়া থানার অফিসার ইনঞ্চার্জ(ওসি)রফিকুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,লাশ ময়না তদন্তের জন্য চমেকে পাঠানো হয়েছে বলে জানান।
Discussion about this post