জি,এম আব্দুল মজিদ সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় পাটকেলঘাটায় ট্রাক ও পিকাআফ এর মুখোমুখি সংঘর্শে ৭ পিকাআফ আরহী নিহত হয়েছে। এসময় আরো ১০ জন আহত হয়েছে। রাত ৮ টার দিকে পাটকেলঘাটা থানার ভৈবরনগরে এলাকায় এই দূরঘর্টনা ঘটে।নিহতরা হলো কালিগজ্ঞ উপজেলার কালিকাপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে আশিকুরজ্জামান, মেয়ে মিম ও তার মা আকলিমা খাতুন,একই গ্রামের হাজী মোহাম্মদ আলীর স্মীয় নুর বানু ইউসুফ সরদারের ছেলে শাহিদুর ইসলাম সরদার, শাহীন হোসেনের ছেলে সাব্বির হোসেন। আহতদের পরিচয় এখোনো জানা যায় নি। পাটকেলঘাটা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান খুলনা থেকে পিকাআফ করে কালিগজ্ঞ পথে ভৈরবনগর জায়গায় আসলে সাতক্ষীরা কলোরয়া দিক থেকে আসা পিকাআফের মুখোমুখি সংঘর্শ হয় ঘটনাস্থলে ৭ জন মার যারা যায় এবং আহতদের উদ্দার করে সাতক্ষীরা সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে র্ভতি করা হয়েছে।