বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দূর্নীতি, সার ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি, সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ অক্টোবর) বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের হয়।
বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি, সিলেট জেলা শাখার সভাপতি আফজাল সাদিক এর সভাপতিত্বে ও সিলেট মহানগর কমিটির সভাপতি আব্দুল শহীদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যার মো: বাবুল সরদার।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মো: আব্দুল কাদের, চেয়ারম্যান পারভিন নাছের খান,ভাসানী প্রেসিডিয়াম মেম্বার রানী শেখ,
মহানগরের সাধারণ সম্পাদক হুমায়ুন রশীদ চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
বক্তরা বলেন মানুষ এখন অনেক কষ্টে আছে,সাধারণ মানুষ রাজ পথে নেমে প্রতিবাদ করার সাহষ হারিয়ে ফেলেছে। সাধারণ মানুষ এক দল লাঠিয়াল বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে।
লাঠিয়াল বাহিনীকে ভয় না পেয়ে সাধরণ মানুষকে রাজ পথে নেমে আসার আহব্বান জানান বক্তারা ।
Discussion about this post