নওগাঁ জেলা প্রতিনিধিঃনওগাঁর আত্রাই উপজেলার ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন নন্দনালী গ্রামের মোঃ রাজা ভাই সাপের রাজা, সাপের রাজা নামে এলাকায় সবাই তাহাকে চিনে।
সে এক সাপ ধরবার আলরন সৃষ্টি কারি সে যতবড় বিশোধর সাপ হোক না কেন কোন মন্তর লাগেনা হাত দিয়ে সে সাপ ধরে তাহাকে জিজ্ঞেস করলাম আপনাকে সাপে কামর দেয়না সে বলে ৩৩ বার কামড় দিয়েছে তাহার শরীলে অনেক কামড়ের দাগ রহিয়াছে সে বলে আামাকে কামড় দিলে কোন বিষ তাহার শরীরে লাগেনা ৷
সে এ পর্যন্ত প্রায় ছয় হাজার সাপ ধরেছে তিনি ৷সমবার সকাল ১১ টায় তাহার বাসায় গিয়ে দেখি ১২ টি বোরো বিষধোর সাপ রহিয়াছে ,সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হোলো কাহাকেও যদি সাপে কামড় দেয় সে শুধু তাহার শরীলে হাত দিয়ে ধরিলে এক মিনিটে তাহার শরীল থেকে বিষ নষ্ট হয়ে যায় কোনো প্রকার শরীরে বিশ থাকে না যদি সে জানতে পারে কোথাও সাপ বাহির হয়েছে সে তখন ঐ খানে গিয়ে সাপটিকে ধরে আনে এবং মানুষের সামনে ঐ সাপ নিয়ে খেলা করে আনন্দ দেয় সবার মাঝে, তাই এলাকায় সাপের রাজা হিসাবে রাজা ভাই কে চিনে সবাই ৷
সাপের কামড়ের রোগি ২৪ ঘন্টার মধ্যে যোগাযোগ করিলে ঐ রোগির মৃত্যু হবেনা তিনি কোন প্রকার টাকা পয়সা নেয় না ৷