৭১ সাবাংলাদেশ প্রতিবেদকঃবাংলাদেশে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের আর্থ সামাজিক উন্নয়নে অংশ গ্রহণ, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা প্রশংসনীয়। সিলেটে ইমাম প্রশিক্ষণ একাডেমীতে মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তৃতায় হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী এসব কথা বলেন।
৯নভেম্বর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধিন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমী শাহী ঈদগাহ সিলেটের সম্মানিত উপ-পরিচালক ফরিদ উদ্দিন আহমদ এর সাথে এক সৌজন্যে সাক্ষাতে মিলিত হন মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবীত স্বাধীনতা স্বপক্ষের ওলামা মাশায়েখদের নিয়ে গঠিত, বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ’র কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী। পরে তিনি ১০১৮ব্যাচের প্রশিক্ষণার্থী ইমামদের সঙ্গে এক মতবিনিময়ে ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এ সময় মে উপস্থিত ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেটের ইন্সটাক্টার কৃষিবিদ মোশাররফ হোসেন। হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী ইমামদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ এখন আর অবহেলার পাত্র নন। সকল ইমামগণ এখন স্বাবলম্বী। ইমামগণ প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখছেন। যেমন মৎস্য খামার, হাঁস-মুরগির খামার ও প্রাথমিক চিকিৎসা বিষয়েও কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আলেম-ওলামা ও ইমামগণ এখন স্বনির্ভর ও স্বাবলম্বী। দেশে-বিদেশে আমাদের ইমামরা আজ প্রশংসিত।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ’র সিলেট জেলা সভাপতি কারী মাওলানা মিনহাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুন নূর।