রবিবার ২৭ ই ফেব্রুয়ারী ২০২২ইং দুপুর ১১.৫০ ঘটিকার সময়ে দাগনভূঁঞা থানাধীন ভাষা শহীদ সালাম নগর গ্রামের ফেনী টু নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপর মাতুভূঁঞা ব্রীজের সামনে চেকপোষ্ট পরিচালনা করে নোয়খালী সেনবাগ গামী একটি সিএনজি ও আসামী জাফর(৩৬) গ্রাম, উত্তর দৌলতপুর, থানা, ফুলগাজী, জেলা, ফেনী।
সূত্র জানায় ৩৮ বোতল ফেন্সিডিল সহ আটক করেছে দাগনভূঁঞা থানা পুলিশ।
সূত্র জানায় মাদক ব্যাবসায়ী ফেন্সিডিল নিজ হেফাজতে রেখে এবং সিএনজি যোগে বহন করে নোয়াখালী সেনবাগ এলাকার দিকে যাচ্ছিল মর্মে স্বীকার করে।
পুলিশ জানায় আসামীর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অফিসার ইনচার্জ হাসান ইমাম জানান যদি সুশীল সমাজ ও সকল দলের নেতৃদ্বয় সহযোগিতা করেন, আমি দাগনভুঁইয়া কে ১০০ ভাগ মাদক মুক্ত উপজেলা হিসাবে মডেল করে সমগ্রহ বাংলাদেশকে দেখিয়ে দিবো।