বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনারের দুই পদে রদবদল হয়েছে। বুধবার (১২ আগষ্ট ) সিএমপি কমিশনার মোঃমাহাবুবর রহমানের এক আদেশে এ রদবদল হয়।
আদেশে সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) শ্যামল কুমার নাথকে ট্রাফিক বিভাগে বদলি করা হয়েছে। একই আদেশে অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) পদে স্থলাভিষিক্ত করা হয়েছে ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার এসএম মোস্তাক আহমেদকে।
সূত্র জানায় সিএমপি কমিশনারের পরে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদ হিসেবে অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) পদটি বিবেচনা করা হয়।
উল্লেখ্য ২০১৯ সালে আগস্টে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে যোগদান করেন এসএম মোস্তাক আহমেদ।
এছাড়া একই বছরের ডিসেম্বরে পদোন্নতি পেয়ে সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) পদে যোগদান করেন শ্যামল কুমার নাথ ।
Discussion about this post