বিশেষ প্রতিনিধি:মুক্তিযুদ্ধের অন্যমত সংগঠক ও নিউক্লিয়াসের একজন খ্যাতমান ব্যক্তি সিরাজুল আলম খান। নিকটাত্মীয়দের একজন জানিয়েছেন, জুলাইয়ের প্রথম সপ্তাহে তিনি সিঁড়ি থেকে পড়ে মারাত্মক আহত হয়েছেন। জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাঁকে দীর্ঘমেয়াদি বিশ্রামের পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সিরাজুল আলম খানের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, সিরাজুল আলম খান বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। পায়ের ব্যথার জন্য এরই মধ্যে তিনি তিনবার বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ৭ জুলাই হঠাৎ করেই তিনি মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাঁকে তাৎক্ষণিকভাবে নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে ক্যাটস্ক্যানিংসহ রক্ত ও হৃদ্যন্ত্রের বিভিন্ন পরীক্ষা করানো হয়। জরুরি বিভাগে তাঁকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখে পরে পূর্ণ বিশ্রাম ও নিয়মিত ওষুধ সেবনের পরামর্শ দিয়ে হাসপাতাল থেকে ছাড় দেন চিকিৎসকেরা। প্রসঙ্গত, গত বছর সাইপ্রাসের একটি হাসপাতালে তাঁর পায়ের একটি জটিল অস্ত্রোপচার হয়। এ বছর একই হাসপাতালে তিনি আবারও চেকআপ করান। সিরাজুল আলম খান বর্তমানে নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় এক আত্মীয়ের বাসায় অবস্থান করছেন। ঘনিষ্ঠ ওই ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিরাজুল আলম খান সাংবাদিকদের এড়িয়ে চলেন। মাঝে মাঝেই তিনি নিউইয়র্ক আসেন। ২৬ জুলাই তাঁর দেশে ফেরার কথা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হওয়ার পর চিকিৎসকেরা তাঁকে দীর্ঘ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন। ফলে এবারে তিনি নিউইয়র্কে দীর্ঘদিন অবস্থান করতে পারেন। সূত্র জানায় সিরাজুল আলম খান বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’নামে সকলের নিকট পরিচিত,জানাগেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তির আন্দোলনে তাঁর বলিষ্ঠ ভূমিকা রয়েছে । ২১-৭-২০১৮ইং