সিলেট প্রতিবেদকঃসিলেট সদর উপজেলার নোয়াখুরুমখলা প্রিমিয়ার লীগ-২০২১ এর ক্রিকেট টুর্নামেন্টের স্থগিত ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার বিকেলে নোয়াখুরুমখলা পশ্চিমের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কাউন্সিলর পদপ্রার্থী লিলু মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা আলি বাহার, হাফিজুর রহমান মেম্বার ৬নং টুকের বাজার ইউপি, বিশিষ্ট মুরুব্বি রহমান মিয়া, রহিম উদ্দিন, গিয়াস উদ্দিন, সিলভার টাচের প্রতিষ্ঠাতা শফিকুর রহমান ইঞ্জিনিয়ার সুমন মিয়া, সাবেক ক্রিকেটার তাজুল ইসলাম, নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন হাবিবুর রহমান, জয়নাল আহমদ, আলামিন, আলী আহমদ, আজিজুল আহমদ, আব্দুল্লাহ আহমদ, মনসুর আহমদ, সাইফুল আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোন বিকল্প নেই। শারীরিক সুস্থতা ও মনের প্রফুল্লতা আমাদের দৈনন্দিন জীবনের নানাবিধ কাজেকর্মে সহায়ক ভূমিকা পালন করে।
খেলাধুলায় জয় পরাজয় থাকবে, এতে মন খারাপ করার কিছু নেই, খেলায় অংশগ্রহণ করাটাই হলো এর মুখ্য বিষয়। বক্তারা বিভিন্ন সময়ে সমাজের বিত্তশালীদের এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের আহবান জানান। টুর্নামেন্টে আজিজ দল কে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে আলী একাদশ।
Discussion about this post