বিশেষ প্রতিবেদকঃবাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) সিলেট অলের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে প্রকৌশলী মোঃ এজাজুল হক ম্যানেজার ফোন-২ বিটিসিএল সিলেট থেকে টেলিযোগাযোগ অধিদপ্তর ঢাকায় ডেপুটি ডিরেক্টর পদে পদোন্নতি জনিত বদলী উপলক্ষে ১০ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টায় নগরীর তালতলাস্থ বিটিসিএল ভবনে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিটিসিএল সিলেট বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী জাকির হোসেন ভূইয়া’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিটিসিএস সিলেটের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী আব্দুস সামাদ, মৌলভীবাজার বিটিসিএল এর অবঃ উপ-মহাব্যাবস্থাপক ইশুতুষ চক্রবর্তী, বিটিসিএল এর রাজস্ব কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ, সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল জলিল, সহ সভাপতি সিরাজুল ইসলাম, সহ সভাপতি আব্দুল ওয়াদুদ, সহ সভাপতি আজিজুর রহমান, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক সুশান্ত দেব, শ্রমিক কল্যাণ সম্পাদক মিজানুর রহমান খোকন, সিলেট সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মকবুল হোসেন খান, সাধারণ সম্পাদক ফয়ছল মাহমুদ, সিলেট জেলা যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আদনান খান হেলাল।
কবির আহমদ শাহীন ও মোঃ শাহাজাহান পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিটিসিএল ফেডারেল ইউনিয়ন (সিবিএ) সিলেট অ লের সভাপতি সূদর্শন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান, বিটিসিএল হবিগঞ্জ অ লের সভাপতি ও হবিগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ইলিয়াছ মিয়া সাধারণ সম্পাদক শিশির কুমার দাস,বিটিসিএল মৌলভীবাজার অ লের সভাপতি কবির আহমদ শাহীন, সাধারন সম্পাদক রামজিত সিংহ, সিলেট অ লের সাংগঠনিক সম্পদক মনির উদ্দিন, ওয়ার্কচার্জ শ্রমিকের সভাপতি বুরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সিলেট অ লের সাবেক সাধারন সম্পাদক হেলাল উদ্দিন,
সাবেক সাধারন সম্পাদক সাজা মিয়া, সাবেক সাধারণ সম্পাদক বাবুল মিয়া, কুনু মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলায়াত করেন টিএন্ডটি মসজিদের ঈমাম মাওলানা নাজমুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দীন খান এডভোকেট বলেন, মানুষের কল্যাণে কাজ করলে দুনিয়া ও আখেরাতে সম্মানিত হওয়া যায়। প্রকৌশলী মোঃ এজাজুল হক সরকারি চাকুরীর পাশাপাশি শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার অবিচল নেতৃত্বে সিলেটের শ্রমজীবী মানুষ আজ ঐক্যবদ্ধ। বক্তারা প্রকৌশলী এজাজুল হকের কর্মময় জীবনে সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে প্রকৌশলী এজাজুল হককে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।