বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে কেন্দ্রীয় আন্তর্জাতিক যুগ্ম মহাসচিব আলহাজ্ব প্রবাসী মতিউর রহমান শাহীন ও সিলেট বিভাগীয় সভাপতি হাবিবুর রহমান লিটনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) সন্ধ্যায় নগরীর ধোপাদিঘীরপাড়স্থ অস্থায়ী কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় সভাপতি সমজসেবী ও শিক্ষানুরাগী হাবিবুর রহমান লিটনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন কেন্দ্রীয় আন্তর্জাতিক যুগ্ম মহাসচিব আলহাজ্ব মতিউর রহমান শাহীন।
বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলা সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আক্তার হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় সহ সভাপতি মো. বেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক আশিকুর রহমান রব্বানী, প্রচার সম্পাদক ইউসুফ সেলু, সিলেট মহানগর সভাপতি মো. বশির আহমদ ,
এবং জাবেদ আহমদ, খালেদ মিয়া, রজত দাস ভুলন, শেখ হাদী প্রমুখ।