সীতাকুণ্ড সংবাদদাতাঃসীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের নব গঠিত আংশিক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে যৌথ ভাবে বিশাল আনন্দ র্যালী করেছে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ ও পৌরসভা ছাত্রলীগ।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় পৌর সদরের উত্তর বাইপাস থেকে এই র্যালী শুরু হয়ে উপজেলায় গিয়ে শেষ হয়। জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার বিকালে আনন্দ র্যালী উপলক্ষে দুপুর হতে বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে ব্যানার সম্বলিত শ্লোগানে শ্লোগানে খন্ড খন্ড মিছিল উত্তর বাজার বাইপাশ চত্বরে জমায়েত হতে থাকে।
কোন মিছিলে ব্যান্ড পার্টি সম্বলিত কোনটিতে শিহাব জিলানী পরিষদ সবার সেরা পরিষদ ইত্যাদি শ্লোগানে শ্লোগানে মুখরিত আনন্দে উদ্বেলিত ছিল ছাত্রলীগ। র্যালীর আগে পিছে শতাধিক পুলিশের নিরাপত্তা বেষ্টনি পরিবেশিত প্রায় ৩ হাজার ছাত্রের সমাগত বিশাল এই র্যালী পৌর সদরের এলাকাকে প্রায় একঘন্টা প্রকম্পিত করে।
সবশেষে উপজেলা চত্বরে উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও রিয়াদ জিলানীর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ।
সবশেষে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে র্যালী ও আলোচনাসভার সমাপ্তি ঘোষণা করা হয়। উল্লেখ্য গত ১৭ নভেম্বর মঙ্গলবার সকালে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাঃ সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে সীতাকুণ্ড উপজেলার মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল ঘোষণা করে শিহাব উদ্দিনকে সভাপতি ও জিলানীকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট নতুন এক কমিটির নাম প্রকাশ করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক জানান, এই র্যালীকে কেন্দ্র করে কোন প্রকার অপ্রীতিকর ঘটনারোধে জেলা পুলিশ থেকে অতিরিক্ত পুলিশ আনয়ন করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে আমাদের পুলিশ মোতায়েন করা হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া মিছিল শেষ হয়েছে বলে জানান তিনি ।
