৭১ বাংলাদেশ প্রতিনিধঃ মো. শাহিন (২০) ও মো. হাসান নামের আহত দুইজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৮ মে) দুপুর ২টায় ভাটিয়ারির লালবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, রেললাইনে দাঁড়িয়ে মোবাইলে সেলফি তুলতে ব্যস্ত ছিলেন শাহিন ও হাসান। এ সময় দ্রুতগতির একটি ট্রেনের ধাক্কায় গুরতর আহত হন তারা। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
Discussion about this post