কবি-তাজ উদ্দীন
কবিতা-কি করে ভুলব তোমায়?
কি করে ভুলব তোমায়?
উদার হৃদয় দিয়ে ভালবাসায় বুকে জড়িয়ে
ভালবেসেছ তুমি যে আমায়।
কি করে ভুলব তোমায়?
সাত কোটি বাঙ্গালী
নির্যাতন,অত্যাচার ছিল অসহায়।
কে বলবে কথা, নেতৃত্ব কার
সৃষ্টির-সৃষ্টিকর্তা এক আল্লাহ দিয়েছিল তোমায়।
কি করে ভুলব তোমায়?
সাত কোটি মানুষ এক অনন্ত ভালবাসায়
অসহায়,বিপদে শুধু দেখেছে তোমায়।
কি করে ভুলব তোমায়?
সাত কোটি মানুষের সুখ,দুঃখের
ন্যায্য কথা পার্লামেন্টে ছিল তো তোমার।
কি করে ভুলব তোমায়?
এবারের সংগ্রাম,স্বাধীনতার সংগ্রাম
এবারের সংগ্রাম,আমাদের মুক্তির সংগ্রাম।
যুদ্ধের ডাক একমাত্র ব্যক্তি দিয়েছিল
সে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
কি করে ভুলব তোমায়?
শত্রু,দুশমনকে, অপরাধ ক্ষমা করা
ভালবাসা শিখিয়েছ তুমি যে আমায়।
কি করে ভুলব তোমায়?
জন্মভূমি,মানচিত্র,স্বাধীন দেশ
বর্তমান আমাদের এই বাংলাদেশ
আজ কি করে ভুলব আমরা তোমার অনুদান।
কি করে ভুলব তোমায়?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।