বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রামে ১৬ নং ওয়ার্ড পরেছে রেড জোনের আওতায় ।
সোমবার থেকে হতে পারে ১৬ নং চকবাজার ওয়ার্ডে ২৪ ঘন্টা লক ডাউন,
লকডাউন নিয়ন্ত্রণ করতে বেসরকারি ২০ জন স্বেচ্ছাসেবক রাখবেন প্রধান নির্বাহী কর্মকর্তা,সাধারণ জনগণের কিছু প্রয়োজন হলে স্বেচ্ছাসেবকরা পৌছে দিবে তাদের ঘরে ঘরে ।
১৬ নং চকবাজার ওয়ার্ডের স্বেচ্ছাসেবীরা রবিবার থিয়েটার ইনস্টিটিউটে প্রধান নির্বাহী কর্মকর্তার থেকে তাদের দায়িত্ব বুঝে নেবে বলে জানান এক সেবক,
লকডাউন এর ব্যাপারটি নিশ্চিত করেন ১৬ নং চকবাজারের ওয়ার্ড এর কাউন্সিলর সৈয়দ গোলাম হায়দার মিন্টু।