স্বপ্ন – সফলতা
লেখকঃ রফিকুল ইসলাম (খোকন)
স্বপ্ন দেখছো প্রতিনিয়তো তুমি
যেতে চাও সফলতার মঞ্চে।
তথাপি কেন ঘুমিয়ে অবেলায়
দাড় খুঁলে বেরিয়ে এসো প্রত্যয়।
অজস্র প্ল্যাটফর্ম অপেক্ষায় তোমার
বেঁছে নাও সঠিক,সুন্দর,সত্যর পথ।
সরিয়ে ফেল তোমার চক্ষুসুল হতে
অবিশ্বাসের পর্দা- আসবে সফলতা।
সিদান্ত নাও এখনি-করো কঠিন ব্রত
সফল হতে চলে এসো সফলতার দার।
অলসতা দারিদ্র্যতার মুল মন্ত্র নয় মিথ্যা
জ্ঞান, পরিশ্রম সফলতার একমাত্র অঙ্গ।
তবুও কেন করছো বিছানায় সময় পার
আজ যে সময় করছো গত অলসতায়।
ফিরে পাবে কী সে সময় কখনো আর
সময়-সময়ের গতিতে অতিক্রম করবে।
যে সফলতা মঞ্চ তোমার অপেক্ষায়
দু হাত প্রশারিত করে ডাকছে তোমায়।
অলসতা আর অবিশ্বাসের কারণে।
কেউ না কেউ সে খানে চলে আসবে।
শূন্যস্থান কখনো শূন্য থাকবেনা চিরদিন
কারো না কারো হাতে ঠিক হবে পূর্ণ।
কী করবে, হায় হায় দিবে ভাগ্যর দোষ
কর্মই ভাগ্য -অলসতা দারিদ্র্যেতার মন্ত্র।
ছবি লেখকঃ রফিকুল ইসলাম (খোকন)