কবিতা-স্মৃতিতে নাসিম
মুসলিম,হিন্দু,খ্রিষ্টাণ,বৌদ্ধ
বল বাংলাদেশে যত ধর্ম
সবাইকে প্রকৃত ভালোবাসে
একক,অদ্বিতীয় মহান আল্লাহ।
মাটি,মানুষ ভালোবাসে দেশ
দেশপ্রেমিক,বিশ্বস্ত যোদ্ধা,দলের প্রাণ
প্রবীণ রাজনীতিবীদ মোহাম্মদ নাসিম।
গ্রামেও নাসিম,শহরেও নাসিম
আত্মার আত্মীয় নাসিম মানুষের
শিখিয়ে গেলেন আদর্শ চর্চা
স্মৃতিতে নাসিম বাংলাদেশে।
কবিঃমোঃ তাজ উদ্দীন
বেগুগ্রাম,কালাই,জয়পুরহাট।