সৈয়দপুর নীলফামারী সড়কের দারোয়ানী টেক্সটাইল মিল এলাকায় (বিজিবি ক্যাম্পের সামনে) সড়ক দুর্ঘটনায় আঞ্জুমান এ আশরাফীয়া বাংলাদেশ’র কেন্দ্রীয় সহ-সভাপতি শামসুল আলম বাবু আশরাফী নামে বাংলাদেশ রেলওয়ের একজন ঠিকাদার নিহত হয়েছেন।
গত ৩ জুলাই রাতে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুল আলম সৈয়দপুর স্টার টেকনিক্যাল ওয়ার্কশপের মালিক ছিলেন।
তিনি গোলাহাট কবরস্থান পরিচালনা কমিটির সেক্রেটারি, মাদরাসা আশরাফীয়া মোখতারুল উলুম হাফিজিয়া ও লিল্লাহ বোর্ডিং খানকাহ আলীয়া আশরাফীয়া হাসানিয়া সারকারে কালাঁ সৈয়দ মোখতার গেট মিস্ত্রীপাড়ার সভাপতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ন দায়িত্বে ছিলেন।
শামসুল আলম বাবু আশরাফী সৈয়দপুর শহরের চাদঁনগর প্রেস নীবাসী ছিলেন।
নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউফ জানান,সম্ভবত পিকআপের ধাক্কায় ওই মোটরসাইকেল চালকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।৪ জুলাই দিবাগত রাতে মরহুম কে গোলাহাট কবরস্থানে দাফন করা হয়।