আজমিরা ( সাতক্ষীরা) কালিগঞ্জ প্রতিনিধি ঃ সাতক্ষীরা খুলনা সড়কের পাটকেলঘাটা ভৈবরনগর নামক স্থানে মালবাহী ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষেএকই পরিবারের শিশু সহ ঘটনাস্থানে ৬জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটিকে পাটকেলঘাটা পেট্রোল পাম্পের কাছ থেকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান,খুলনা থেকে ছেড়ে আসা সৃজনী ফুড প্রোডাক্টসের পিকআপটি কালিগঞ্জ উপজেলা কালিকাপুর গ্রাম থেকে যাত্রী নিয়ে পাটকেলঘাটা ভৈবরনগর নামক স্থানে পৌঁছালে ভোমরা থেকে ছেড়ে আসা মালবাহী যশোর ট-১১-৩৫২৪ট্রাকটির সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলে মারা যান ৬জন,তারা হলেন কালিকপুর গ্রামের মৃত ইউসুফ সরদারের পুত্র ড্রাইভার সাইদুর রহমান(৩৫)।মনিরুজ্জামানের কন্যা মিম খাতুন(৫)।মনিরুজ্জামানের মা আকলিমা বেগম (৪৬)।শাহীন ঢালী দুই পুত্র আশিকুজ্জামান (১২) ও সাব্বির হোসেন (৮)। হাজ্বী মোঃ হোসেনের স্ত্রী নুর বানু(৪৫)। মারাত্নক আহত অবস্থায় ৪ জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২জনের অবস্থা আশংঙ্কাজনক।নিহতের আত্নীয় প্রভাষক রিয়াজুল ইসলাম জানান নিহতরা সবাই খুলনায় নিকট আত্নীয় এলাহী বক্রের বাড়ি থেকে মৃত পর জানাযা শেষে কালিগঞ্জের উদ্দেশ্য রওনা হয়ে নিজদের বাড়িতে ফিরছিলো এ সময় দূর্ঘটনার শিকার হন। পাটকেলঘাটা থানার ওসি সত্যতা নিশ্চিত করেন।সাতক্ষীরা জেলা প্রশাসক মর্মান্তিকসড়ক দূঘর্টনার খবর পেয়ে ঘটনাস্থানে আসেন পরে হাসপাতালে আহতদের খোজ খবর নেন।বুধবার বাদ আছর জানাযা শেষে নিহতদের দাফনকার্য সম্পন্ন হয়েছে। মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।