বিশেষ প্রতিনিধিঃহবিগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে। ১৬ সেপ্টেম্বর সোমবার রাত ১২টায় হবিগঞ্জ- শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের সুদিয়াখলা এলাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে। আহতরা হলেন – আমিনুল ইসলাম (৬০), জনি মিয়া (২০), নাছির উদ্দিন (২০), সুহেল আহমদ (৩০), তাজুল ইসলাম (২৮), বাচ্ছু মিয়া (৩৩), নাছির মিয়া (৩৫), রহমান মিয়া (৩৬), কাছম আলী (৩৮) ও নুর আলী (৩৯) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে পাওয়া, ঢাকা থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী মর্ডান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস সুদিয়াখলা এলাকায় পৌঁছাতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তৎক্ষণিত পুলিশ ও ফায়ার সার্ভিস কে খবর দেওয়া হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করেছেন। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ দেবাশীষ জানিয়েছে, আহতদের মধ্যে এক জনের অবস্থা আশংকা জনক। বাকীরা সবাই শংকা মুক্ত। হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) তদন্ত জিয়াউর রহমান এঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।