মোঃ বোরহান উদ্দিনঃবেশ কিছুদিন ধরে গরু চোর পাহারা দেয়ায় অবশেষে সফলতা পেলেন উপজেলার পৌরসভাধীন আদর্শ গ্রামের বাসিন্দারা, রবিবার দিবাগত রাতে তারা গরু চোর ধরে এ সফলতা অর্জন করেন। এ সময় চুরি যাওয়া ছয়টি গরু, ঘরে ব্যবহৃত সিলিন্ডার গ্যাসের বোতলসহ বেশকিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধার করা হয়। জনতার হাতে ধৃত চোর পার্শ্ববর্তী থানা ফটিকছড়ি কাঞ্চনপুর এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র মোঃ মহরম আলী। সে দীর্ঘদিন ধরে ভেটেরিনারি কলেজ এলাকায় বসবাস করে আসছিল। থানায় মামলা দায়ের হয়েছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বেশ কিছুদিন ধরে আদর্শ গ্রাম এলাকায় রাতের আঁধারে একের পর এক গরু চুরি হচ্ছে, চোরের কৌশলগত কারনে ধরা না পড়লেও হাটহাজারী মডেল থানায় ঐ এলাকার বেশকিছু চুরির অভিযোগ করেছে মালিক পক্ষরা। ঘটনার দিন রাত আনুমানিক একটার দিকে ধৃত চোর আদর্শ গ্রামের মোঃ ইলিয়াছের গোয়ালঘরে চুরির উদ্দেশ্যে হানা দিলে সে সজাগ থাকায় ব্যর্থ হয়ে তারা ফিরে যায় কিন্তু ইলিয়াছ বুঝতে পারে তারা হয়ত আবার আসবে এ সুযোগে ইলিয়াছ আরো কয়েকজনকে ফোন করে বিষয়টি জানালে তারা ইলিয়াছের ঘরের পাশে একটি গাছের উপর বসে পাহারা দিতে থাকে, হ্যাঁ ঠিক তাই হল এবার রাত আড়াইটার দিকে চোর মহরমের নেতৃত্বে তিনচোর হানা দিল দিদার সওদাগরের ঘরে ব্যস শুরু হল দৌড়, দু চোর পালাতে সক্ষম হলেও ধরা পড়ল মহরম, প্রতিবেদককে ইলিয়াছ জানাল দুজন পালানোর পর মহরমকে যখন চোর চোর বলে ধরতে গেলাম ঠিক তখন মহরমও চোর চোর বলে পালাতে চাইল কিন্তু এক সময় মহরম পরনের লুঙ্গি খুলে আমাদের দিকে ছুঁড়ে মেরে পাহাড়ের উঁচু শিরা দিয়ে পালানোর সময় তার দু পা ধরে টান দিয়ে নিচে পেলে ধরে পেলি। ততক্ষণে পুরো এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে এসে চোরকে গনধোলাই দেয় পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে এবং তার স্বীকারোক্তিনুযায়ী তার গোয়ালঘর থেকে চুরি করা ছয়টি গরু, একটি সিলিন্ডার বোতল, চা পাতা, সীমের বিচি, চাল, কিছু ভুট্টা উদ্ধার করে।
আরো জানা যায় ঘটনারদিন গরু চুরির ঘন্টাখানিক আগে ঐ এলাকার আজম নামে একজনের ঘর থেকে ব্যবহৃত সিলিন্ডার গ্যাসের বোতল, চাল, ডাল, চা পাতা, সীমের বিচি(হাইস্সা)সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে।
এদিকে গরু উদ্ধারের পর গরুর মালিক ঐ এলাকার আব্দুল মালেকের স্ত্রী নুর বেগম, আব্দুস শুক্কুরের পুত্র আব্দুর রাজ্জাক, মোঃ হোসেনের স্ত্রী রহিমা বেগম থানায় ভিড় জমায়, বিগত কয়েকমাসে তাদের গরু চুরি হয়। তারা গরু চোর মহরমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবির পাশাপাশি তাকে রিমান্ডে এনে বাকী সহযোগিদের নাম বের করে সবাইকে গ্রেফতারের দাবি জানান।
আদর্শ গ্রামের সর্দার কামাল হোসেন প্রতিবেদককে বলেন প্রশাসন তার ঘর অনুসন্ধান করলে মানুষের চুরি যাওয়া অনেক জিনিসপত্র পাওয়া যাবে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে পাহারা দিয়ে তাকে ধরতে সক্ষম হয়েছে।
অনেকে জানায় বর্তমানে মহরমের ভেটেরিনারি কলেজ সংলগ্ন প্রায় আশি(৮০) শতাংশ জায়গা আছে।
থানা সূত্রে জানা যায়, মহরমের বিরুদ্ধে মামলা হয়েছে ফারুক নামে আদর্শ গ্রাম এলাকার এক যুবক বাদী হয়ে এ মামলা দায়ের করেন।