তপু রায়হান রাব্বী, জেলা প্রতিনিধিঃ গৌরিপুরে পিতার হুকুম পালন করতে গর্ভধারিনী মাকে পিটিয়ে গুরুত্ব আহত করে ময়মনসিংহের গৌরিপুর উপজেলার মাইলাকান্দা ইউনিয়নের মেছিডেঙ্গী গ্রামে ১১ই এপ্রিল রোজ বুধবার পিতার হুকুম পালন করতে গর্ভধারিনী মা জাহানারা (৪০)কে পিটিয়ে গুরুত্ব আহত করে দুই’সন্তান।জানাগেছে যেমনটি পশু বাবা এমনটি পশু দুই’সন্তান । গর্ভধারিনী মায়ের হাত পা বেঁধে পিটাল যাতে লড়াচরা ও দোডে পালাতে না পারে। পরে পশুর মত যেমন পারল তেমন পিটাল মাকে, আহত করে দুই’সন্তান এমনটাই অভিযোগ উঠেছে ঐ গ্রামে। আহত মোছাঃ জাহানারা বেগম (৪০) রাজমেস্ত্রী মোঃ হবি মিয়ার(৫০) স্ত্রী এবং তিন সন্তানের জননী। আহত জাহানারা বর্তমানে গৌরিপুর উপজলা স্বাস্থ্য কর্মপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। জাহানারা বেগম জানান, বুধবার সকালে তার ননদের সাথে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে তার বাঁকতিন্ডার সৃষ্টি হয়। এনিয়ে এক পর্যায়ে স্বামী হবি মিয়া তাকে মারধর করে। পরে মারধরের জন্য তার দুই’সন্তান জসিম(১৮) এবং ওরাসিম(২৩)কে হুকুম দেয় । এসময় পিতার হুকুম পালন করতে দুই সন্তান হাত-পা বেধে বেপক ভাবে লাঠি দিয়ে গর্ভধারিনী মাকে মারধর করে। মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রিয়াদুজ্জামান রিয়াদ এ ঘটনায় সত্যতা স্বাকার করে জানান, খবর পেয়ে গ্রাম পুলিশ জাহানারাকে হাত-পা বাঁধা অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে এবং পরে গৌরিপুর উপজলা স্বাস্থ্য কর্মপ্লেক্সে ভর্তি করা হয়। গৌরিপুর থানার ওসি মোঃ দেলোয়ার আহাম্মদ জানান, ঘটনাটি শুনে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে এ ঘটনার ব্যাবস্থ নেওয়া হবে।নিউজ টি লিখা পযন্ত কেউ থানায় অভিযোগ করেনি ।