নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলা সদর হাসপাতাল থেকে ৫ মাস বয়সের মুসা নামের শিশু চুরি হওয়া ১১দিন পর ঠাকুরগাঁও জেলা থেকে উদ্ধার করেছে পুলিশ ।
নওগাঁ সদর হাসপাতালে হঠাৎ ডায়েরিয়া রোগে অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য ভর্তি করায়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ৫-১০-২০১৯ ইং বেলা অনুঃ ১২.৩০ ঘটিকায় শিশুকে চুরি করে, মোছাঃ আজিজা বেগম( ৪০) পালিয়ে যায়। শিশুটিকে উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করেছে।
চুরি যাওয়া শিশু মুসা নওগাঁ সদর উপজেলার মঙ্গলপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও তার মায়ের নাম বৃষ্টি এবং মুসা তাদের এক মাত্র সন্তান বলে জানা গেছে। শিশুর অভিভাবক ও হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের নতুন ভবনের শিশু ওয়ার্ডে ভর্তি হয়ে শিশু মুসাকে নিয়ে হাসপাতালে থাকেন শিশুটির মা ও দাদি। এ সময় একটি অপরিচিত নারী তাদের সাথে সখ্যতা গড়ে তোলেন। গত শনিবার ৫-১০-১৯ইং ১২টার দিকে শিশুটির দাদি হাসপাতালের বাহিরে ওষুধ নিতে গেলে শিশুটির মা ওই অপরিচিত নারীর কাছে মুসাকে রেখে বাথ রুমে যান।
তিনি বাথ রুম থেকে ফিরে এসে ওই নারী ও শিশু কাউকেই দেখতে পান না। এ সময় শিশুটির দাদি ফিরে আসলে কারও কাছে সন্তান না থাকায় কান্না ও আহাজারি শুরু করেন। এতে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারলে সিসিটিভির ফুটেজ দেখে শিশু চুরির বিষয়টি নিশ্চিত হোন। এ বিষয়ে নওগাঁ সদর থানায় একটি ডায়রি করা হয়েছে। ঘটনার মাত্র ১১দিনের মধ্যে পুলিশ সুপার মোঃ আবদুল মান্নান মিয়া বিপিএম নির্দেশে, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সোহরাওয়ার্দী নেতৃত্বে, মামলা তদন্তকারী মোঃ ফয়সাল বিন আহসান ও সঙ্গীয় অফিসার এস আই মোঃ বারিক, এস আই মোঃ আব্দুল মান্নান–১, এএস আই মোঃ আবু হাফিজ, এএসআই আমিনুল ইসলাম, নারী কনষ্টবল আঙ্গুরা আক্তার ও জুথি আক্তার,
বিশেষ অভিযান চালিয়ে, ১৫-১০-১৯ইংতারিখেঃ ভোর ৬ টায় ঠাকুরগাঁও থেকে অপহরণকারী মোছাঃ আজিজা বেগমকে গেফতার করে পুলিশ শিশু মুসা ৫ মাস তার কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত শিশু মুসাকে আইনী ব্যাবস্থা শেষে মুসার বাবা– মা কাছে মুসা কে দেওয়া হবে বলে জানান পুলিশ ।