সম্পাদক শেখ সেলিমঃযে মুসলমানরা আসামে তাদের নাগরিকত্বের প্রমাণ দিতে পারেনি বলে অভিযোগ করা হচ্ছে, তারা আসামে গিয়েছিল ব্রিটিশ আমলে। পরে কিছু লোক সেখানে গেলেও তাদের সংখ্যা সামান্য। তাছাড়া গত কিছুদিন থেকে বাংলাদেশিদের পক্ষে আসামে যাওয়া অসম্ভব কাঁটাতারের সীমান্ত বেড়া এবং সীমান্ত পাহারার কারণে। ৪০ লাখ বাংলাদেশি ১৯৭১ সালের পর আসামে গেছে বলে বিজেপি সরকার দাবি করছে। কিন্তু কেন তারা আসামে যাবে? ব্রিটিশ আমলে আসাম ভারতের অনেক প্রদেশের থেকে উন্নত ছিল। কিন্তু দেশভাগের পর আসাম দ্রুতগতিতে তার পূর্ব অবস্থা হারিয়ে তুলনায় অনুন্নত হয়েছে। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যাতায়াতের অসুবিধার জন্য সেখানে বিশেষ কোনো পুঁজি বিনিয়োগ হয়নি। আসামের তুলনায় বাংলাদেশের অবস্থা অনেক গুণ ভালো ।এই অবস্থায় অর্থনৈতিক কারণে বাংলাদেশিদের জন্য অপেক্ষাকৃত একটা অনুন্নত আসাম অঞ্চলে যাওয়ার কোনো প্রয়োজন নেই এবং তারা যায়ওনি। কিন্তু এসব যুক্তি বিজেপির কাছে গ্রাহ্য নয়।হিন্দু ভোট আকর্ষণ করাই বিজেপির একমাত্র উদ্দেশ্য। ইসরাইল – মিয়ানমার ও ভারতই এখন হচ্ছে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র ।যারা খোলাখুলিভাবে সাম্প্রদায়িকতাকে তাদের নীতি হিসেবে ঘোষণা করে।মুসলমানরা আসামে তাদের নাগরিকত্বের প্রমাণ দিতে পারেনি বলে অভিযোগ করছে বিজেপি ।
Discussion about this post