হাবিবুল ইসলাম হাবিব:টেকনাফ উপজেলাধীন হ্নীলা ইউনিয়নে টেকনাফ-কক্সবাজার সড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ১৮ আগস্ট রবিবার দুপুর একটার দিকে টেকনাফ থেকে কক্সবাজার গামী একটি স্পেশাল বাস কক্সবাজার জ ১১- ০১৯৫ হ্নীলা চৌধুরী পাড়া এলাকার পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। এতে যাত্রী মোহাম্মদ নবীর স্ত্রী নুরজাহান বেগম (৫০), হোয়াইক্যৎ চাকমারকুল শরণার্থী ক্যাম্পের মোহাম্মদ ইসহাকের স্ত্রী ধইল্যা বানু (৫২), তার মেয়ে মমতাজ বেগম (১৮), টেকনাফ কচুবনিয়ার সোনা আলীর মেয়ে লায়লা বেগম (২০), ডেইল পাড়ার মুহাম্মদ উল্লাহর মেয়ে মদিনা (১১), গুরা মিয়ার মেয়ে রেহেনা বেগম (৩৫), মৃত হাজী সৈয়দ করিমের পুত্র আব্দুর রহিম প্রকাশ রফিক (৫০), স্ত্রী জাহেদা বেগম (৪৮), মেয়ে মনোয়ারা বেগমসহ আরো অজ্ঞাত নামা ১৫ জন আহত হয়েছে বলে জানা যায়। স্থানীয় জনসাধারণের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আই এম ও এবং উপজো স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনায় পতিত বাসটি ঘটনাস্থলে ছিল। এদিকে দুর্ঘটনাস্থলে কতিপয় দুর্বৃত্ত চক্র ক্ষতিগ্রস্ত লোকজনের টাকা পয়সা ও ব্যাগ, মালামাল হাতিয়ে নেওয়ার অপচেষ্টা করেছিল বলে জানা যায়। যা অত্যন্ত দুঃখজনক ব্যাপার বলে জানান এলাকাবাসি, নয়াপাড়া পুলিশ ফাড়িঁ সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়।