জনতার কলামঃপূর্বে ও সাংবাদিকদের সহায়তায় ১০ কোটি ৭ লাখ টাকা বিতরণ করা হয়েছে। অনেক সাংবাদিক কোন অনুদান না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ,অনেক সাংবাদিক তাহাদের সম্মানি উপহার বা অনুদান না পেয়ে সামাজিক যোগায়োগের মাধ্যমে তোলপাড তুলেছেন প্রায় সাংবাদিক মাননীয় প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেছেন ।২০ কোটি টাকা অনুদানের চেকটি তুলেদেন মাননীয় প্রধানমন্ত্রী ।
বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সাংবাদিক ইউনিয়ন(ডিইউজে) সভাপতি বিপ্লবী জনতা’র সম্পাদক মন্ডলীর সভাপতি আবু জাফর সূর্য, ঢাকা সাংবাদিক ইউনিয়ন(ডিইউজে) মহাসচিব সোহেল হায়দার চৌধুরী ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফজেইউ) সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদের হাতে সাংবাদিক কল্যান ট্রাষ্টের ২০ কোটি টাকা অনুদানের চেকটি তুলে দেন ।
অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলমগীর উপস্থিত ছিলেন ।
এ সময় ডিইউজের মহাসচিব সোহেল হায়দার চৌধুরী বলেন, গত ১৯ সেপ্টেম্বর সাংবাদিক কল্যাণ ফান্ডের জন্য অনুদান ঘোষণা করেন। এ সময় প্রধানমন্ত্রীকে সাংবাদিক নেতারা কল্যাণ ফান্ডের জন্য আরো বেশি টাকা অনুদান দিতে অনুরোধ করে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী সাংবাদিক কল্যাণ ট্রাস্টে এ ২০ কোটি টাকা দেন। এখন ট্রাস্টের ফান্ডে মোট ৩৫ কোটি টাকা রয়েছে। এছাড়া গত কয়েক বছরে দুুঃস্থ সাংবাদিকদের সহায়তায় ১০ কোটি ৭ লাখ টাকা বিতরণ করা হয়েছে বলে জানান এই ডিইউজে নেতা।
অসুস্থ, অসচ্ছল, আহত সাংবাদিক, দুঃস্থ ও নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের নিয়মিতভাবে ভাতা বা অনুদান দেয়ার জন্য ২০১৪ সালের ১ জুলাই বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল-২০১৪’ পাস হয়