মোঃ আমজাদ হোসেন রতন, টাঙ্গাইল প্রতিনিধিঃ গত ২১ আগষ্ট গ্রেনেড হামলার অন্যতম আসামী বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও তার ভাই জঙ্গী নেতা তাজ উদ্দিনের ফাঁসীর আদেশ দন্ড হওয়ায় নিজ জেলা টাঙ্গাইলে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের জনগণ। তবে, এ মামলার প্রধান আসামী যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফাঁসীর দাবী জানানো হয়।বুধবার রায় ঘোষনার পরপরই জেলা আওয়ামী লীগ কার্যালয় হতে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা আওয়ামী কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে উচ্চ আদালতের মাধ্যমে তারেক রহমানের ফাঁসীর দাবী জানান বক্তরা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা অওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলা জোয়হের প্রমুখ ।